ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কো সফরে যুদ্ধ বন্ধে কাজ করবেন শি, প্রত্যাশা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মস্কো সফরে যুদ্ধ বন্ধে কাজ করবেন শি, প্রত্যাশা ইউক্রেনের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তার রাশিয়া সফর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য ব্যবহার করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ইউক্রেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থাকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, ইউক্রেনের প্রত্যাশা, চীনের নেতা শি জিনপিং মস্কোর ওপর তার প্রভাব ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির জন্য ব্যবহার করবেন।

শি জিনপিংয়ের মস্কো সফর গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

একই সুরে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, শি জিনপিংয়ের রাশিয়া সফর ইউক্রেন থেকে মস্কোর সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট পুতিনকে উৎসাহিত করতে ব্যবহার করা উচিত।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন-শি জিনপিংয়ের আলোচনায় বেইজিংয়ের শান্তি পরিকল্পনা আলোচনা করা হবে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান।

আরও পড়ুন:
একে অপরকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন-শি জিনপিং
মস্কোয় নেমে শি বললেন, এই সফর সম্পর্কে ‘নতুন গতি’ দেবে

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।