ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তীব্র বিক্ষোভে চাপে ইসরায়েল সরকার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
তীব্র বিক্ষোভে চাপে ইসরায়েল সরকার

বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে চাপে পড়েছে ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এই বিষয়ে কথা বলায় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করা হয়েছে।

 

এর প্রতিবাদে জেরুজালেম ও তেল আবিবে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করছেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভকারীদের দমনে পুলিশ এবং সেনাবাহিনী জলকামান ব্যবহার করেছে।
 
দেশের আইনি ব্যবস্থার যে সংস্কারের কথা বলা হচ্ছে, তাতে ইসরায়েলে শক্তিশালী সামরিক বাহিনীসহ সমাজের প্রায় সব শ্রেণি থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে।  

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কর্মীরা ধর্মঘটে যাওয়ার পর থেকে ফ্লাইট চলছে না।  

সংস্কার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সবচেয়ে ডানপন্থী সরকার বিচারক নিয়োগকারী কমিটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে।  

নেতানিয়াহুর ভাষ্য, এই পরিবর্তনের ফলে, আদালতের ক্ষমতার অতিব্যবহার বন্ধ হবে। কিন্তু সমালোচকরা বলছেন, নেতানিয়াহুর স্বার্থ বিবেচনায় এই পরিবর্তন আনা হচ্ছে। তার বিরুদ্ধে এই মুহূর্তে দুর্নীতির একটি মামলা চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।