ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে এক রাতে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
ভূমধ্যসাগরে এক রাতে ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

মাল্টা ও ইতালির উপকূলে দুইটি জাহাজ থেকে ৫৩২ জন অভিবাসীকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু করে বুধবার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত এ অভিবাসীদের উদ্ধার করা হয়।

উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ১১ ঘণ্টারও বেশি সময় ধরে মাল্টার উপকূলে ৪৪০ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে আটজন নারী ও ৩০টি শিশু রয়েছে।

অন্যদিকে ওশেন ভাইকিং ৯২ জন অভিবাসীকে ইতালির সালের্নো বন্দরে নামিয়েছে।

জিও ব্যারেন্টস ১০ ঘণ্টা ঝড়ের সঙ্গে লড়াই করে মাল্টা উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকার কাছে পৌঁছাতে পারে। এরপর উদ্ধার কাজ চলে বুধবার পর্যন্ত।

এদিকে ইতালির দক্ষিণাঞ্চলে ওশেন ভাইকিং ৯২ জন উদ্ধার করা অভিবাসীকে সালের্নো বন্দরে নামাতে পেরেছে। এই ৯২ জনের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে।

সূত্র- ইনফো মাইগ্রেন্টস

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।