অধিকৃত পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) অবৈধ হামরা বসতির কাছে ঘটনাটি ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামরা জংশনে একটি গাড়িতে গুলি চালানো হয়। এ সময় ইসরায়েলের দুই বসতি স্থাপনকারী নিহত হন।
কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলার ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবানন ও গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
এর আগে গাজা উপত্যকা ও লেবাননে নতুন করে আর হামলা চালানো হবে না বলে জানিয়েছিল ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এ ঘোষণা দিয়ে বলেছিলেন- উত্তেজনা বৃদ্ধি পাক কেউ এখন এমনটা চায় না। এ মুহূর্তে আমাদের অপারেশন শেষ। অন্তত আগামী কয়েক ঘণ্টা শান্তির জবাব শান্তির মাধ্যমেই দেওয়া হবে।
পবিত্র আল-আকসা মসজিদে টানা দুই দিন ইসরায়েলি পুলিশ তাণ্ডব চালানোর পর গত বুধবার ও বৃহস্পতিবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন থেকে রকেটগুলো ছোড়া হয়।
এর জবাবে লেবানন ও গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। দখলদার ইসরায়েলি সেনারা হামলা চালানোর পর ‘উত্তেজনা’ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমজে