ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বরিসের ঋণ মধ্যস্থতায় অনিয়ম, বিবিসির চেয়ারম্যানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
বরিসের ঋণ মধ্যস্থতায় অনিয়ম, বিবিসির চেয়ারম্যানের পদত্যাগ

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নিয়েছেন ব্রিটেনভিত্তিক বৈশ্বিক সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশরে (বিবিসি) চেয়ারম্যান রিচার্ড শার্প। এমন অভিযোগ ওঠায় তিনি পদত্যাগ করেছেন।

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ প্রতিবেদন ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোর ভাষ্য, রিচার্ড শার্প শুক্রবার (২৮ এপ্রিল) পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এতে তিনি কার্যত নিজের ওপর আসা অভিযোগ স্বীকার করেছেন। তবে তার দাবি, অনিয়মের বিষয়টি অসচেতনতাবশত হয়ে গেছে। এটি ছিল একটি ‘অনিচ্ছাকৃত ভুল’। তার পদত্যাগের অর্থ বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিবিসির এ পদে থাকা বিভ্রান্তি ছড়াতে পারে। তাই পদত্যাগই যথাযথ সিদ্ধান্ত।

বিবিসির খবরে বলা হয়েছে, বরিস জনসনের জন্য ব্যাংক ঋণের বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন বিবিসি চেয়ারম্যান রিচার্ড শার্পের অনিয়মের বিষয়টি উঠে আসে। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের এ তদন্তে নেতৃত্ব দিয়েছেন আইনজীবী অ্যাডাম হেপিনস্টল কেসি।

রিচার্ড শার্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রায় ৮০ হাজার পাউন্ড ঋণ নিতে সাহায্য করেছিলেন। ঋণ মঞ্জুর হওয়ার পরপরই তিনি বিবিসির চেয়ারম্যান পদে বসেন।

অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি বরিস জনসন।

উল্লেখ্য, বিবিসিতে চেয়ারম্যান নিয়োগে মনোনয়ন আসে ব্রিটিশ সরকার থেকে। কিন্তু তার আগে সংশ্লিষ্ট একটি বোর্ডে মনোনয়নকৃত ব্যক্তির ব্যাপারে সব ধরনের তথ্য জমা দিতে হয়। সরকারের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে জানাতে হয়। কিন্তু চেয়ারম্যান হওয়ার সময়কালে রিচার্ড ঋণের বিষয়টি সম্পূর্ণ অন্ধকারে রাখেন। যেটিকেই মূলত তার দোষ বলে মনে করা হচ্ছে। এ কারণে বিরোধীরাও যত দ্রুত সম্ভব রিচার্ডের পদত্যাগ চাইছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।