ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এক বাড়িতে মিলল সাত জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
যুক্তরাষ্ট্রে এক বাড়িতে মিলল সাত জনের মরদেহ

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে সাত জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (১ মে) বিকেলে ওকলাহোমা শহরের কাছের বাড়িটি থেকে মরদেহগুলো উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ।

পুলিশ বলেছে, সাত জনের মধ্যে নিখোঁজ হওয়া আইভি ওয়েবস্টার (১৪) এবং ব্রিটানি ব্রুয়ার (১৬) মরদেহ রয়েছে। সেখানে জেসি ম্যাকফ্যাডেন নামে এক নিবন্ধিত যৌন অপরাধীর মরদেহও পাওয়া গেছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ এখনও জানায়নি। খবর বিবিসি।

স্থানীয় কর্মকর্তারা বাকি চারটি মরদেহ প্রকাশ্যে শনাক্ত করেননি।

তবে ওকলাহোমার ওয়েস্টভিলের ৫৯ বছর বয়সী নারী জ্যানেট মায়ো এপি নিউজকে জানিয়েছেন, বাকি নিহতরা- তার মেয়ে হলি গেস (৩৫), তার নাতি রাইলি এলিজাবেথ অ্যালেন (১৭), মাইকেল জেমস মায়ো (১৫) এবং টিফানি ডোরে গুস (১৩)।

কাউন্টি সোমবার একটি সতর্কতা জারি করেছিল যে, দুটি কিশোর নিখোঁজ। পরে মরদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।