ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তাড়া খেয়ে ঘাবড়ে গিয়েছিলেন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মে ১৮, ২০২৩
তাড়া খেয়ে ঘাবড়ে গিয়েছিলেন হ্যারি-মেগান

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে গত মঙ্গলবার রাতে নিউইয়র্কে একদল পাপারাজ্জি তাড়া করছিল।  

পরে ১০ মিনিটের জন্য সুখচরণ সিং নামের এক চালকের ক্যাবে ওঠেন তারা।

এই ক্যাবচালক জানান, সংক্ষিপ্ত যাত্রায় এই দম্পতি স্পষ্টতই ঘাবড়ে গিয়েছিলেন।

সুখচরণ সিং বিবিসিকে বলেন, মিডটাউন ম্যানহাটনের একটি পুলিশ স্টেশন থেকে তিনি হ্যারি ও মেগান মার্কেলকে তুলে নিয়েছিলেন।

হ্যারি ও মেগানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুই ঘণ্টা ধরে তাদের পিছু নেয় করে পাপারাজ্জির দল।

ক্যাবচালক সুখচরণ সিং বলেন, আমি ছিলাম ৬৭ নম্বর সড়কে। তখন নিরাপত্তারক্ষী আমাকে কাছে ডাকলেন। এরপর যা হলো, রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান আমার গাড়িতে চড়ে বসলেন।

তিনি বলেন, আবর্জনার একটি গাড়ির জন্য আমরা আটকে পড়েছিলাম। হঠাৎ পাপারাজ্জিদের দল এসে ছবি তুলতে শুরু করে। পরে গন্তব্য বলার আগেই নিরাপত্তারক্ষী ফের পুলিশ স্টেশনে ফিরে যেতে বলেন।

ক্যাবচালক বলেন, তাদের বিষণ্ণ দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল, তাদের দিনভর তাড়া করা হয়েছে বা কিছু ঘটেছে। তবে নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে ছিলেন।  

নিউইয়র্ক পুলিশ হ্যারি-মেগানের গাড়ি তাড়া করার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে, বেশ কয়েকজন ফটোগ্রাফার তাদের যাত্রা বিঘ্নিত করেছিল। তবে কোনো সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।