তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতা শিরিন মাজারির গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেছেন লাহোর হাইকোর্টের (এলএইচসি) রাওয়ালপিন্ডি বেঞ্চ। একইসঙ্গে আদালত তাকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়েছেন।
সোমবার (২২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
এদিন শুনানি সময় মাজারির মেয়ে এই পদক্ষেপকে বেআইনি, অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের লঙ্ঘন বলে ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন।
শুনানির সময় আদালতের বিচারপতি আওরঙ্গজেব উল্লেখ করেন, ইসলামাবাদ পুলিশ ডেপুটি কমিশনারের জারি করা আদেশ মেনেছে এবং আদালতের আদেশ লঙ্ঘন করেছে।
গত ১২ মে ভোরে শিরিন মাজারিকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএইচএস