ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ঝড়ে ধসে পড়ল স্কুলের ছাদ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
থাইল্যান্ডে ঝড়ে ধসে পড়ল স্কুলের ছাদ, নিহত ৭

থাইল্যান্ডে ঝড়ে একটি স্কুলের খেলার মাঠের ছাদ ধসে চার শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

খবর সাউথ চায়না মর্নিং পোস্ট

নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে তারা ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ছিল 

ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরের এই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়-ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। প্রদেশের জনসংযোগ দপ্তর জানিয়েছে ১৮ জন অন্তত আহত হয়েছেন।

থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতেই এই দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সোমবার থেকে বর্ষাকাল শুরু হয়েছে।

থাইল্যান্ডে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের মান কখনো কখনো শিথিল হয়ে থাকে। দেশটিতে ভবন ধসে পড়ার ঘটনা অজানা নয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।