রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, পশ্চিমাদের দিক থেকে আসা সংবেদনশীল চাপ চীন-রাশিয়া সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে।
বুধবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলাপকালে রুশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।
দুই দেশের কর্মকর্তারা বাণিজ্য ও খেলাধুলায় সমন্বয় সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে সই করেন।
রুশ প্রধানমন্ত্রী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। গেল বছর ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর এটিই সর্বোচ্চ পর্যায়ে কোনো রুশ কর্মকর্তার বেইজিং সফর।
রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বেইজিংয়ে সাদর অভ্যর্থনা পাওয়ার পর লি কিয়াংকে বলেন, আজ রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।
জবাবে লি নতুন যুগে চীন ও রাশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে স্বাগত জানান।
তিনি উল্লেখ করেন, চলতি বছর এ পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্য ৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের চেয়ে ৪০ শতাংশ বেশি।
ইউক্রেন যুদ্ধ এখন দ্বিতীয় বছরে। রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞার ভার বইছে। এই পরিস্থিতিতে দেশটি সমর্থনের জন্য এখন চীনের দিকে ঝুঁকছে।
চীনা কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী, গেল বছর দুই দেশের মধ্যকার বাণিজ্য ১৯০ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছায়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরএইচ