ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল র‌্যালিতে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল র‌্যালিতে গুলি, নিহত ৩ ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রেড রকে একটি বার্ষিক মোটরসাইকেল র‌্যালিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

শনিবার (২৭ মে) রেড রিভার শহরে বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

রোববার (২৮ মে) নিউ মেক্সিকো স্টেট পুলিশ টুইটারে বলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, জনসাধারণের চলাচলে এখন আর কোনো  হুমকি নেই।

কর্তৃপক্ষ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গোলাগুলিতে আহতদের মধ্যে একজনকে ডেনভারের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি আহতদের হলিক্রস মেডিকেল সেন্টার ও নিউ মেক্সিকো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৪১ তম বার্ষিক রেড রিভার মেমোরিয়াল ডে উপলক্ষে এ মোটরসাইকেল র‌্যালির আয়োজন করা হয়। এতে ২৮ হাজার বাইকার অংশ নেবে বলে আশা করা হয়।

পাশের তাওস শহরের কর্মকর্তারা শনিবার রাত ১০টা থেকে জরুরি কারফিউ জারি করা হয়েছে। এ সময় সব ধরনের অ্যালকোহল বিক্রি বন্ধ করতেও শহরের ফেসবুক পেজে নির্দেশ দেওয়া হয়।

সূত্র: এবিসি নিউজ

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।