ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মুতে বাস খাদে পড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
জম্মুতে বাস খাদে পড়ে নিহত ১০

ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

মঙ্গলবার সকালে জম্মু-শ্রীনগর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এএনআই

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসটি অমৃতসর থেকে কাটরা যাওয়ার পথে ঝাজ্জার কোটলি নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। কাটরা থেকে এর দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।

জম্মুর পুলিশের সিনিয়র এসপি চন্দন কোহলি বলেন, যাত্রীদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫ জন। সবাইকে উদ্ধার করা হয়েছে। রাজ্য দুর্যোগ সাড়াদান তহবিল (এসডিআরএফ) সেখানে রয়েছে।

তিনি আরও বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বলেন, আধা সামরিক বাহিনী ও এসডিআরএফ উদ্ধার অভিযানে রয়েছে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অশোক চৌধারী বলেন, বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না, তা দেখতে একটি ক্রেন আনা হয়েছে।  

তিনি বলেন, সিআরপিএফ, পুলিশ ও অন্যান্য দল এখানে রয়েছে। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহগুলোও হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বলা হয়েছে, বাসটি অমৃতসর থেকে আসছিল। এতে বিহারের লোকেরা ছিলেন। সম্ভবত তারা কাটরা যাওয়ার পথ ভুলে এখানে চলে এসেছিলেন।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।