ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশর সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ৪, ২০২৩
মিশর সীমান্তে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা

মিশর সীমান্তের কাছে এক বন্দুকধারী তিন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার সকালে একজন নারী ও একজন পুরুষ সেনাসদস্যকে হত্যা করা হয়।

একজন কর্মকর্তা রেডিওতে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হন। পরে খোঁজাখুঁজি করে ওই দুই সেনাসদস্যের মরদেহ পাওয়া যায়।

পরে সন্দেহভাজন হামলাকারীকে হত্যা করা হয়। তল্লাশি অভিযানের সময় তৃতীয় আরেক সেনা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিবিসি জানায়, সীমান্তে মাদক চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে।

উভয় দেশের সশস্ত্র বাহিনী বলছে, তারা যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।