ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভার্জিনিয়ায় স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ভার্জিনিয়ায় স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রে একটি স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জুন) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

স্কুলের কর্মকর্তারা বলছেন, হুগেনোট হাই স্কুলের একটি অনুষ্ঠান চলাকালে এই বন্দুক হামলা চালানো হয়।

এ ঘটনায় আগামী সপ্তাহের মঙ্গলবার নির্ধারিত আরেকটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একইসঙ্গে বুধবার সব ক্লাস বাতিল করা হয়েছে।

পুলিশ বলছে, নিহতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। তিনি স্নাতক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আরেকজনের বয়স ৩৬ বছর। পুলিশ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি।

রিচমন্ড পুলিশ প্রধান রিক অ্যাডওয়ার্ডস জানিয়েছেন, একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

অন্য একজনকে একটি হ্যান্ডগানসহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাকে আটক করা হয়েছিল। কিন্তু ধারণা করা হচ্ছে- তিনি হামলার সঙ্গে জড়িত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।