ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ারশেল-জলকামান 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভে টিয়ারশেল-জলকামান 

শ্রীলঙ্কায় রাজধানীতে বিক্ষোভ করা শতশত শিক্ষার্থীর ওপর পুলিশ টিয়ারশেল ছুড়েছে এবং জলকামান ব্যবহার করেছে।

তারা গেল বছর সরকার বিরোধী বিক্ষোভের সময়ে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ও কর্মীদের মুক্তি চাইছিলেন।

বুধবার বিক্ষোভকারীরা বলেন, শিক্ষার্থী ও কর্মীকে কারাদণ্ড দেওয়া রাজনৈতিক নিপীড়নের সমান।  

আল জাজিরার সাংবাদিক মিনেলে ফার্নান্দেজ কলম্বোর উপকণ্ঠ থেকে জানান, ছাত্রদের উপর টিয়ার গ্যাসের ক্যানিস্টার ও জলকামান নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন যে, সরকারের এই ধরনের দমন-পীড়ন তাদের থামিয়ে রাখতে পারবে না।

ফার্নান্দেজ লাইভে থাকার সময় তিনি এবং আল জাজিরার ক্যামেরাপারসনও জলকামানের স্বীকার হন।  

গত বছর কয়েক মাসব্যাপী নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী হয়েছিল শ্রীলঙ্কা। দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে কারণে তা ছড়িয়ে পড়েছিল।

২২ মিলিয়ন জনগোষ্ঠীর দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক বিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেন এবং পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।