ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৯ প্রতীকী ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর মিশন ডিস্ট্রিক্ট এলাকায় শুক্রবার (৯ জুন) রাতে এলোপাতারি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

টুইটে সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগ বলেছে, এ গুলির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে এ ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিয়ে এখন শঙ্কামুক্ত।

পুলিশ আরও বলেছে, চলমান ঘটনার হুমকি হিসেবে বন্দুকধারীরা গুলি চালায়নি। এটি বিচ্ছিন্ন ঘটনা, লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে বন্দুকধারীরা গুলি চালিয়েছে।

শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এ ঘটনায় এক টুইটে জানিয়েছে, নিরাপত্তার জন্য শহরের লোকজন যেন ২৪তম স্ট্রিট ও ট্রিট অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলাচল করে। রাত ৯টার পরপরই গুলিবর্ষণের জবাব দেয় পুলিশ কর্মকর্তারা। গুলির ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: দ্য সান ডিয়াগো ইউনিয়ন ট্রিবিউন

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ১০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।