ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক জাহাজের ট্রানজিট ফি বাড়াল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আন্তর্জাতিক জাহাজের ট্রানজিট ফি বাড়াল তুরস্ক

তুর্কির ইস্তাম্বুল ও চানাক্কালে প্রণালী ব্যবহারের জন্য এখন থেকে বাড়তি ট্রানজিট ফি দিতে হবে বাণিজ্যিক জাহাজগুলোকে।

দেশটির মন্ট্রেক্স কনভেনশন, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুলকাদির উরালোগলু এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, আগে ইস্তাম্বুল ও চানাক্কালে প্রণালী ব্যবহারের জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে নেট টন ফি ৪ দশমিক ০৮ ডলার দিতে হতো। এখন তা বাড়িয়ে ৪ দশমিক ৪২-এ উন্নীত করা হয়েছে।

তিনি জানান, আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে তুরস্কে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে।

একটি উদাহরণ তুলে ধরে উরালোগলু বলেন, আমরা যদি একটি ১০ হাজার টনের জাহাজের কথা বলি তাহলে পুরনো হিসাব অনুযায়ী জাহাজটি এখন লাইটহাউস, রেসকিউ ও স্বাস্থ্য পরিষেবার জন্য ১৬ হাজার ৩৯৩ ডলার পরিশোধ করে থাকে।

তবে আগামী ১ জুলাই থেকে এই জাহাজকে পরিশোধ করতে হবে ১৭ হাজার ৭৬০ ডলার। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র- ডেইলি সাবাহ

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।