ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।
বিবিসি বলছে, মিলানের সান রাফায়েলে হাসপাতালে সিলভিও বারলুসকোনি মারা যান। গেল এপ্রিলে ক্রনিক লিউকোমিয়ায় ফুসফুসের সংক্রমণের জন্য তার চিকিৎসা করা হয়েছিল।
ধনকুবের মিডিয়া ব্যক্তিত্ব বারলুসকোনি ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কয়েক দফায় সরকারের নেতৃত্বে ছিলেন।
আল জাজিরা জানিয়েছে, লিউকোমিয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য গেল শুক্রবার তাকে মিলানের মিলানের ওই হাসপাতালে নেওয়া হয়।
বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গেল সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।
সরকার থেকে বারলুসকোনির বিদায় সুখকর ছিল না। শেষ দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যৌন কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। তাছাড়া ইতালির সেসময়কার বেড়ে চলা বাজেট ঘাটতি মোকাবিলা করতে তাকে বেশ হিমশিম খেতে হয়।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরএইচ