ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
গোপন নথির মামলায় নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির ফেডারেল আদালতে শুনানির সময় ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের শত শত সরকারি স্পর্শকাতর নথিপত্র যথাযথভাবে না রাখার অভিযোগ আনা হয়েছে। এসব নথির মধ্যে পারমাণবিক কর্মসূচির গোপন নথি এবং সামরিক পরিকল্পনার কাগজপত্রও রয়েছে।

তার বিরুদ্ধে যে ৩৭টি অভিযোগ আনা হয়েছে, এরমধ্যে রয়েছে, তিনি ফ্লোরিডার বাসভবনে সরকারি গোপন কাগজপত্র রেখেছিলেন। এসব কাগজপত্রের কিছু রাখা হয়েছিল বল রুমে এবং বাথরুমে।

তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং তদন্তে বিঘ্ন তৈরির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আদালতে আত্মসমর্পণ করেন। পরে গ্রেপ্তার দেখিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়। এসময় তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান বিচারক জনাথন গুডম্যান।

আদালতে প্রায় ৪৫ মিনিট ধরে শুনানি চলে। বিচারকের কাছে বলেন, তিনি নির্দোষ। বিচারক জানালেন, ট্রাম্প যেতে পারেন। পরে আদালত থেকে বের হয়ে একটি কিউবান রেস্তরাঁয় প্রবেশ করেন তিনি।

বুধবার (১৪ জুন) ট্রাম্পের জন্মদিন। ৭৭ বছরে পড়লেন তিনি। এই উপলক্ষে এক অনুষ্ঠানে কিউবান রেস্তরাঁয় যান তিনি। এ সময় উপস্থিত সমর্থকেরা ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারপর ব্যক্তিগত প্লেনে তিনি মিয়ামি ছাড়েন।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।