উত্তর নাইজেরিয়ায় বিয়ের আসর থেকে ফেরার সময় নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুন) ভোরে কোয়ারা রাজ্যের পাতেগি জেলার নাইজার নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
রাজ্যের পুলিশের মুখপাত্র ওকাসানমি অজয়া জানান, এ পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তা আব্দুল গণ লুকপাদা জানান, যারা ডুবে গেছে তাদের বেশিরভাগই নিকটস্থ কয়েকটি গ্রামের আত্মীয়-স্বজন। তারা একসঙ্গে গভীর রাত পর্যন্ত বিয়ের আসরে ছিল।
তিনি আরও জানান, তারা মোটরসাইকেলে করে অনুষ্ঠানে যায় কিন্তু মুষলধারের বৃষ্টিতে বন্যার কারণে স্থানীয়ভাবে তৈরি নৌকায় তাদের ফিরতে হয়েছিল। তাদের বহনকারী নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এতে প্রায় ৩০০ জন যাত্রী ছিল। যখন তারা ফিরছিল তখন নৌকাটি পানির ভেতরে একটি বড় পাথর খণ্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি ভেঙে দুই টুকরো হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, প্রতিবেশী নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়েটি অনুষ্ঠিত হয়। দুর্ঘটনাটি গভীর রাতে ঘটায় কী ঘটেছে তা জানতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
পুলিশের মুখপাত্র অজয়া জানান, মঙ্গলবার (১৩ জুন) বিকেল পর্যন্ত কর্মকর্তা ও স্থানীয়রা নদীতে আরও মরদেহের সন্ধান করেছেন। বুধবার (১৪ জুন) রাত হওয়ার আগ পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, এটি বহু বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ নৌকা দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা লুকপাদা জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যতগুলো মরদেহ উদ্ধার করা হয়ে তার সবই দাফন করা হয়েছে। স্থানীয় রীতি মেনে বেশিরভাই মরদেহগুলো নদীর ধারে দাফন করা হয়েছে।
কোয়ারা গভর্নর আব্দুর রহমান আব্দুলরাজাকের কার্যালয় মৃতদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।
সূত্র: এবিসি নিউজ
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
জেএইচ