বিহারে নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার।
বিক্ষোভ চলাকালে পাটনায় পুলিশ টিয়ার শেল ছোড়ে এবং জলকামান ব্যবহার করে।
বিজেপির সাংসদ এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি দাবি করেন যে, তার দলের জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক পুলিশের নির্মম লাঠিচার্জের শিকার হয়ে আহত হন এবং পরে মারা যান।
মোদি টুইটে বলেন, পাটনায় বিহার পুলিশ গ্রেপ্তার চালিয়েছে। পুলিশের নির্মম লাঠিচার্জে জেহানাবাদ জেলার জিএস বিজয় কুমার সিং মারা গেছেন।
পাটনা মেডিকেল কলেজ হাসপাতালও বিজেপি নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পাটনার গান্ধী ময়দান থেকে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ ছিল দুর্নীতি ও সরকারের শিক্ষক নিয়োগের সংক্রান্ত পদক্ষেপের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
আরএইচ