‘এশিয়ার সবচেয়ে বড় বস্তি’ হিসেবে নাম করা ধারাভি বস্তি। ভারতের মুম্বাই শহরে অবস্থিত এ বস্তিকে চিত্রায়ন করা হয়েছিল অস্কার পাওয়া সিনেমা স্লামডগ মিলিয়নিয়ারের।
রোববার ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ হাজার ৭০ কোটি রুপি বিড করে ধারাভি বস্তি নিজের হাত করেছে আদানি গ্রুপ। মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বস্তির দায়-দায়িত্ব তাদের হাতে তুলে দিয়েছে। ২৫ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করে এ বস্তিতে গড়ে তোলা হবে শান্তি শহর।
মুম্বাই মেট্রোপলিটন এলাকার এক উন্নয়ন প্রতিনিধি জানিয়েছেন, ধারাভি বস্তি অধিগ্রহণ করতে কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে আদানির মালিকানাধীন রিয়েল এস্টেট কোম্পানি। পুরোপুরি কাগজপত্র হয়ে গেলে সেখান থেকে লোকজনকে উচ্ছেদ করা হবে। তবে বস্তির লোকজন এ সিদ্ধান্ত ও আগত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন।
৬২০ একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত বস্তিতে বসবাস করেন প্রায় ১০ লাখ মানুষ। ২০২২ সালের ২২ ডিসেম্বর এ বস্তিকে শহর হিসেবে গড়ে তুলতে বিডিং প্রক্রিয়ার ফল অনুমোদন করেছিল রাজ্য মন্ত্রিসভা।
ধারাভির বস্তির বয়স আনুমানিক ১৫০ বছরের বেশি। এতে প্রায় দেড় লাখ ঝুপড়ি বাড়ি এবং ১৫ হাজার কুটির শিল্প আছে। বস্তিটি অধিগ্রহণ করলে আদানি গোষ্ঠী মুম্বাইয়ের সবচেয়ে বড় বাণিজ্যিক জমির মালিকে বনে যাবে। আদানি গোষ্ঠীর সবচেয়ে বড় আবাসনের এ উদ্যোগ শেষ হতে সময় লাগতে পারে বহু দিন। ২৫ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করে কোম্পানিটি এ প্রকল্প থেকে ৬ লাখ কোটি টাকা উপার্জন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমজে