ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিন হয়তো এখনো প্রিগোজিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান: সিআইএ প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
পুতিন হয়তো এখনো প্রিগোজিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান: সিআইএ প্রধান  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে মোকাবিলা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুটা সময় নিচ্ছেন, এমনটি বলেছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।

গেল মাসে প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার বাহিনী বিদ্রোহ করে বসে এবং মস্কো অভিমুখে যাত্রা শুরু করে।

পরে অবশ্য প্রিগোজিনের ডাকে সৈন্যরা বিদ্রোহ থেকে সরে আসে।

এই বিদ্রোহ পুতিনের ক্ষমতার ব্যবস্থায় উল্লেখযোগ্য দুর্বলতা প্রকাশ করেছে বলে মনে করছেন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।

অ্যাসপেন সিকিউরিটি ফোরামে তিনি বলেন, রুশ নেতা (পুতিন) হয়তো এখনো প্রিগোজিনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান।

বৃহস্পতিবার তিনি বলেন, আমরা যা দেখছি, তা খুবই জটিল পদক্ষেপ।

প্রিগোজিন আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তাকে বেলারুশের রাজধানী মিনস্কের পাশাপাশি রাশিয়াতেও দেখা গেছে। সাম্প্রতিক এক ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দৃশ্যত বেলারুশে ছিলেন ওয়াগনার প্রধান।  

বার্নস যোগ করেন, পুতিন সম্ভবত সময় নিচ্ছেন, কারণ তিনি ওয়াগনার গ্রুপের প্রধানকে কীভাবে সর্বোত্তমভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে কাজ করছেন।

আফ্রিকা, লিবিয়া ও সিরিয়ার মতো জায়গায় রাশিয়ার নেতৃত্বের জন্য ভাড়াটে গোষ্ঠীটির এখনও মূল্য রয়েছে এবং তাই সম্ভবত  পুতিন গোষ্ঠীটিকে এর নেতা থেকে আলাদা করার চেষ্টা করবেন।

সিআইএ প্রধান বলেন, পুতিন হয়তো যথাযথ প্রতিশোধের জন্য অপেক্ষা করছেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।