ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসের দাবানল: বাড়িঘর-হোটেল ছেড়েছে হাজার হাজার মানুষ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
গ্রিসের দাবানল: বাড়িঘর-হোটেল ছেড়েছে হাজার হাজার মানুষ

ভয়াবহ রূপ নিচ্ছে গ্রিসের রোডস দ্বীপের দাবানল। দ্বীপের বড় অংশে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ও হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আনুমানিক সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে স্থল ও সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস এই দাবানল নিয়ন্ত্রণের কাজকে বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বলে বর্ণনা করেছে।

ইউরোপজুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যেই গত মঙ্গলবার থেকে প্রবল বাতাসের কারণে সৃষ্ট দাবানলের সঙ্গে লড়াই করছে রোডস দ্বীপ।

দাবানলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, রোডসের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

জানা গেছে, কিওটারি এলাকার তিনটি হোটেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপের লার্মা, লারডোস এবং আস্কলিপিও অঞ্চলগুলো এতে প্রভাবিত হয়েছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে পাঁচটি হেলিকপ্টার এবং ১৭৩ জন দমকলকর্মী কাজ করছে।

দ্বীপের পূর্ব সমুদ্র সৈকত থেকে মানুষদের সাহায্য করতে গ্রীস কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ব্যক্তিগত নৌকাগুলোও। দেশটির নৌবাহিনীর জাহাজগুলোও ক্ষতিগ্রস্ত অঞ্চলে যাচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।