ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৩) মধ্যরাতে দেশটির সুলাওয়েসি দ্বীপের কেন্ডারি শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে,

সোমবার (২৪ জুলাই) ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ডুবে যাওয়ার সময় ফেরিটিতে ৪০ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ নিখোঁজ থাকা ১৯ জনের সন্ধান করছে।

সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ছয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্ডারি শহরের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ এক বিবৃতিতে বলেছেন, দুটি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে পানির নিচে নিখোঁজদের সন্ধান করছে। দ্বিতীয় দলটি রাবারবোট ও লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে পানির ওপরে অভিযান পরিচালনা করছে।

আল জাজিরা বলছে, ১৭ হাজারেরও বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়া। দেশটি ফেরি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের টোবা হ্রদে একটি ফেরি উল্টে ডুবে যায়। এতে ১৯২ জন মানুষ হতাহতের শিকার হন।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।