ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ‘নজিরবিহীন’ তাপমাত্রা, দুই দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
ইরানে ‘নজিরবিহীন’ তাপমাত্রা, দুই দিনের ছুটি ঘোষণা

নজিরবিহীন তাপমাত্রার কারণে ইরানে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দেশটির সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১ আগস্ট) এ-সংক্রান্ত সরকারি ঘোষণা আসে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

এদিকে ছুটি চলাকালীন সময়ে দেশটির বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে অস্বাভাবিক দাবদাহের কবলে পড়েছে ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ৫১ সেলসিয়াস ছাড়িয়ে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
কেআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।