ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
নিজ নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান সৌদির

সৌদি আরব তার নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সংঘাতময় এলাকা এড়িয়ে চলার জন্যও সতর্ক করেছে দেশটি।

গত ২৯ জুলাই ফিলিস্তিন শিবিরে মূলধারার উপদল ফাতাহ এবং কট্টরপন্থী চরমপন্থীদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার পর সৌদি আরবের পক্ষ থেকে তার নাগরিকদের সুরক্ষায় এ আহ্বান জানানো হয়।

লেবাননস্থ সৌদি দূতাবাসের টুইটারে পোস্ট করা বিবৃতিতে লেবাননে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া সবার জন্য নিরাপত্তাও কামনা করা হয়েছে।

সৌদি নাগরিকদের যেকোন জরুরি পরিস্থিতিতে দুটি নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। নাম্বার দুটি হলো-০০৯৬১১৭৬২৭১১, ০০৯৬১১৭৬২৭২২

এদিকে, গত ১ আগস্ট যুক্তরাজ্যও লেবাননে তার নাগরিকদের ভ্রমণে সতর্কতামূলক পরামর্শ দিয়েছে। পরামর্শ অনুযায়ী এইন এল-হিলওয়েহের ফিলিস্তিনি শিবিরের কাছে লেবাননের দক্ষিণের কিছু অংশে ভ্রমণ না করতে বলা হয়েছে।

গত ২৯ জুলাই ফিলিস্তিন শিবিরে মূলধারার উপদল ফাতাহ এবং কট্টরপন্থী চরমপন্থীদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই জঙ্গি ছিল বলে দাবি করা হয়েছে।

আইন এল-হিলওয়েহ লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে বৃহত্তম। এ শিবিরের আশ্রয় নেওয়া আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে প্রায় ৮০ হাজার এখনও টিকে আছে।

সূত্র: আল-আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।