ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গভীর রাতে দামেস্কে ইসরায়েলের হামলা, নিহত ৪ সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
গভীর রাতে দামেস্কে ইসরায়েলের হামলা, নিহত ৪ সেনা

গভীর রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চারজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

নিহতরা সিরিয়ার সেনাসদস্য।  

এই হামলায় দামেস্কে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।  

সোমবার (৭ আগস্ট) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ‘সোমবার গভীর রাত ২টা ২০ মিনিটের দিকে সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির দিক থেকে আকাশপথে মিসাইল হামলা করে ইসরায়েল। এতে দামেস্ক শহরের আশপাশের কিছু পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ’

চার সেনা নিহত ও চারজন আহত হয়েছে এ হামলায়। কিছু অবকাঠামোগত ক্ষতিও  হয়েছে বলে জানায় সামরিক সূত্রটি।

তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিতে পেরেছে। যে কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে সামরিক ওই সূত্রটি দাবি করেছে।  

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।