কম্বোডিয়ার দীর্ঘমেয়াদি শাসক হুন সেনের জ্যেষ্ঠ সন্তান হুন মানেতকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দেশটির রাজা এ সংক্রান্ত অনুমোদন দেন।
এদিন রাজা একটি ডিক্রি জারি করেন, যাতে হুন ম্যানেতকে ৩৮ বছরের শাসক হুন সেনের উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবিসি।
‘স্বৈরাচার’ হুন সেন ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ২৩ জুলাইয়ের নির্বাচনের কয়েকদিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দেবেন। দেশটির সর্বশেষ নির্বাচনকে অগণতান্ত্রিক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা।
দীর্ঘমেয়াদি এই শাসকের দল পাঁচটি বাদে সব আসনে জয় লাভ করে। দেশটির প্রধান বিরোধী দলকে ভোট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
হুন সেন সরকারি নোটের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানোর পর রাজা নরোদম সিহামনি রাজকীয় ডিক্রি জারি করেন।
৪৫ বছর বয়সী হুন ম্যানেত ছিলেন রয়েল কম্বোডিয়ান আর্মির কমান্ডার। তাকে নেতৃত্বের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুত করা হয়েছে। পার্লামেন্ট আগামী ২২ আগস্ট তার নিয়োগ নিশ্চিত করবে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
আরএইচ