বিশ্ববিখ্যাত তুর্কি ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়কার পাকিস্তান জাতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের সঙ্গে সম্প্রতি একটি সহযোগিতা চুক্তি সই করেছে। চুক্তির অধীনে বাইকার সেখানে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।
চুক্তি সই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বায়কার বোর্ডের চেয়ারপারসন সেলজুক বায়রাক্তার উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বায়কার তুর্কির ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের মহাকাশ গবেষণার উন্নয়নে অবদান রাখবে, যা এই খাতে ভবিষ্যতে দেশ দুটির মধ্যে সহযোগিতার ভিত্তি স্থাপন করবে। খবর ডেইলি সাবাহ।
কিছুদিন আগেই বায়রাক্তার আকিঞ্চি ড্রোন কিনেছে পাকিস্তান। এই ড্রোন ১ হাজার ৩৫০ কেজি গোলাবারুদ নিয়ে প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় টানা ২৪ ঘণ্টা উড়তে পারে।
এমএম