ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্র্যান্ড ক্যানিয়নের ১০০ ফুট নিচে পড়েও বেঁচে গেল শিশুটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
গ্র্যান্ড ক্যানিয়নের ১০০ ফুট নিচে পড়েও বেঁচে গেল শিশুটি

পরিবারের সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়নে বেড়াতে গিয়েছিল নর্থ ডাকোটার ১৩ বছর বয়সী এক শিশু। সেখানে নর্থ রিমে প্রায় ১০০ ফুট নিচে পড়েও বেঁচে গিয়েছে শিশুটি।

ওই শিশুর নাম উইয়াট কাফম্যান। উদ্ধারকর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় তাকে তুলতে সক্ষম হন। গেল মঙ্গলবার ওই ঘটনা ঘটে।  

উদ্ধারের পর শিশুটিকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। তার দেহের নয়টি হাড় ভেঙে যায়। এ ছাড়া ফুসফুসসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায় সে।   

কেপিএনএক্সকে উইয়াট জানায়, আমি প্রান্তের উপরে চলে গিয়েছিলাম। যাতে অন্য লোকেরা ছবি তুলতে পারে, সেজন্য রাস্তা থেকে সরে যাচ্ছিলাম। আমি উবু হয়ে বসেছিলাম এবং একটি পাথরে ধরেছিলাম। একটি হাত এর ওপরে ছিল।  

সে বলে, ভালো করে ধরে রাখা যাচ্ছিল না। এটি যেন আমাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। হাত সরে গেলে আমি পড়তে শুরু করি। পড়ে যাওয়ার পর আমি কিছুই মনে করতে পারি না।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।