ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
নাইজারে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ১৬ ছবি: সংগৃহীত

নাইজারের পশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন সেনা সদস্য, বাকি ১০ জন জঙ্গি গ্রুপের সদস্য।

রোববার (১৩ আগস্ট) এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির ন্যাশনাল গার্ড হাইকমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার পশ্চিমাঞ্চলীয় শহর সানামের কাছে মোটরবাইকে আসা সন্দেহভাজন জঙ্গিরা সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

সানামের টিলাবেরি ত্রি-সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই সীমান্ত এলাকাটি মালি ও বুরকিনা ফাসোর সঙ্গে একত্রে মিলিত হয়েছে। ওই এলাকায় এ ধরনের জঙ্গি হামলার ঘটনা প্রায় ঘটে।

গত ৯ আগস্ট একই এলাকায় একটি হামলায় পাঁচ সেনা নিহত হয়।

গত ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা নেয়।

অভ্যুত্থান নেতা জেনারেল আবদুরাহামানে তিয়ানি দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে বাজুমের উৎখাতের ন্যায্যতা দিয়েছেন।

সূত্র: আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।