ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার (১৭ আগস্ট) সৌদি আরব সফরে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত জুন মাসে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরান সফর করেন। ওই সময় তিনি ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।  

গত মার্চে ইরান-সৌদি আরব  সম্পর্ক পুনঃস্থাপনের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো ইরান সফর করেন।

গত মার্চে সৌদি আরব-ইরান ঘোষণা করেছিল তারা সাত বছর পর চীনের মধ্যস্থতায় আনুষ্ঠানিকতা ছাড়াই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে একটি চুক্তিতে পৌঁছেছে।

মার্চে স্বাক্ষরিত চুক্তির অধীনে, রিয়াদ এবং তেহরান একে অপরের দেশে দূতাবাস এবং কনস্যুলেট পুনরায় চালু করতে সম্মত হয়। এছাড়া ২০ বছর আগের স্বাক্ষরিত সুরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নে সম্মত হয় তারা।

সৌদি আরব ২০১৬ সালে তেহরানে তার দূতাবাস এবং মাশহাদে কনস্যুলেটে সরকারপন্থী বিক্ষোভকারীদের দ্বারা হামলার পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

সূত্র: আল আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।