ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা

মস্কোর একটি ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলায় বিস্ফোরণ ঘটেছে। এতে শহরের ব্যবসায়িক জেলাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এমনটি বলেছেন রাশিয়ান কর্মকর্তারা।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করেছে। এর ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারের ওপর পড়েছে।

রাশিয়ার রাজধানীতে এই ধরনের হামলার সিরিজের মধ্যে এটি সর্ব সাম্প্রতিক। খবর বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, মস্কোর ওপর দিয়ে রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।  

স্থানীয় সময়, রাত ৪টার দিকে এই হামলার ঘটে বলে টেলিগ্রামে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

এটি বলছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর পর ড্রোনটি গতিপথ পাল্টে ফেলে,  ক্রাসনোপ্রেস্নেনস্কায়া বাঁধের একটি অনাবাসিক ভবনে পড়ে। এই অঞ্চলটিতে অনেক সরকারি ভবন রয়েছে।  

এটি আরও বলছে যে, ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগেনি এবং কেউ আহত হননি। মেয়র সোবিয়ানিন বলেন ড্রোনটি এক্সপো সেন্টারের কোনো উল্লেখযোগ্য ক্ষতি করেনি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।