ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে মানুষ নেমে এলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
ভূমিকম্পে আতঙ্কিত হয়ে মানুষ নেমে এলো রাস্তায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়ার রাজধানী বোগোটা। বৃহস্পতিবার এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এক নারী ভবন থেকে লাফিয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মেয়রের দেওয়া তথ্যানুযায়ী লিফটে কিছু মানুষের আটকে পড়ার খবর শোনা যায়। এ ছাড়া ছোট ছোট কিছু ঘটনার খবর পাওয়া গেছে।  

কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভে (সিজিএস) রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছে ৬ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৩।  

কলম্বিয়ান সংস্থাটি বলছে, দুপুর ১২টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর এপিসেন্টার ছিল বোগোটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এল ক্যালভারিওতে।  

পরে ৫ দশমিক ৯ মাত্রার একটি আফটারশক হয় বলে সোশ্যাল মিডিয়ায় সংস্থাটি জানায়।

ভূমিকম্পে ভবন কাঁপতে থাকে, সাইরেন বাজতে শুরু করে। হাজারো লোক মোবাইল ফোন হাতে নিয়ে আতঙ্কে সড়কে নেমে আসেন, আর প্রিয়জনদের কল দিতে থাকেন। এএফপি সংবাদদাতা এমনটি পর্যবেক্ষণ করেন।  

রাজধানীর মেয়র ক্লডিয়া লোপেজ এক্সে (আগের নাম টুইটার) বলেন, একটি মাত্র গুরুতর ঘটনার খবর পাওয়া গেছে। এক নারী যিনি একটি আবাসিক ভবনের ১০ তলা থেকে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন... স্পষ্টতই স্নায়বিক রোগের কারণে।

অগ্নিনির্বাপনকর্মীরা জানিয়েছেন, ওই নারী মারা গেছেন।  

কলম্বিয়ার কেন্দ্রীয় অঞ্চল ভূতাত্ত্বিকভাবে বেশ সক্রিয়। এটি দেশটির প্রধান ভূতাত্ত্বিক চ্যুতিগুলোর মধ্যে একটি।  

২০০৮ সালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এল ক্যালভারিওতে ১১ জন মারা যান।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।