সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে লোকেরা ব্যস্ত হারিকেন হিলারি থেকে রক্ষায়। এর মধ্যেই আরেক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানল।
এর কেন্দ্র ছিল লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে। এই ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর অন্য দিকে হারিকেন হিলারিও কিছুটা শক্তি হারিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, ১০০টিরও বেশি ফায়ার স্টেশন ভবনের ক্ষয়ক্ষতির পরীক্ষা-নিরীক্ষা করছে। এক টুইটে তিনি বলেন, ভূমিকম্পের ফলে অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।
ভূবিজ্ঞানী ড. লাকি জোনস এনবিসি নিউজকে বলেন, ওজাই অঞ্চলের পাশে ভূমিকম্প হওয়াটা একটু অন্যরকম। আগামী কয়েক দিনে আফটারশক অনুভূত হতে পারে বলে আভাস দেন তিনি।
একটি মানচিত্রে দেখা যায়, ভূমিকম্পটির কেন্দ্র সাউদার্ন ক্যালিরফোর্নিয়ার ওজাইতে।
এদিকে ন্যাশনাল হারিকেন সার্ভিস বলছে, এত পরিমাণ বৃষ্টি, ঝড়টির কারণে হচ্ছে। সৃষ্ট বন্যার মাধ্যমে এটি জীবনবিনাশী হতে উঠতে পারে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চলে জরুরি অবস্থা জারি করে। হারিকেনের প্রস্তুতি নিতে সাড়ে সাত হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরএইচ