ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মদ নষ্ট করতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
মদ নষ্ট করতে ২০০ মিলিয়ন ইউরো খরচ করছে ফ্রান্স

উদ্বৃত্ত মদ নষ্ট করতে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দ দিচ্ছে ফ্রান্স সরকার। ধুঁকতে থাকা উৎপাদনকারীদের সহায়তা দিতেই এই প্রচেষ্টা।

খবর বিবিসি।  

মদ শিল্পের হাজারো সমস্যার মধ্যে এই প্রচেষ্টার খবর এলো। বেশি লোক ক্র্যাফট বিয়ার পান করার কারণে ওয়াইন বা মদের চাহিদা কমে গেছে।  

মদের অতি উৎপাদন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াও এই শিল্পকে আঘাত করছে।  

হ্যান্ড স্যানিটাইজার, পরিষ্কারক পণ্য ও পারফিউমের মতো আইটেমগুলোতে ব্যবহারের জন্য অ্যালকোহল বিক্রির সঙ্গে অতিরিক্ত স্টক কেনার ক্ষেত্রে ২০০ মিলিয়ন ইউরোর অধিকাংশ ব্যয় হবে।  

অতিরিক্ত উৎপাদন কমানোর জন্য, জলপাইয়ের মতো অন্য কিছু উৎপাদনে উৎপাদকদের রূপান্তরের ক্ষেত্রেও অর্থ পাওয়া যাবে।

দেশটির কৃষিমন্ত্রী মার্ক ফেসনিউ বলেন, এই শিল্পে অর্থের যোগান দেওয়ার মাধ্যমে ফরাসি সরকারের লক্ষ্য দামের পতন বন্ধ করা... যাতে ওয়াইন উৎপাদকরা আবার রাজস্বের উত্স খুঁজে পেতে পারেন।  
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।