ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাগোর্নো কারাবাখে অভিযান চালাল আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নাগোর্নো কারাবাখে অভিযান চালাল আজারবাইজান

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগোর্নো-কারাবাখে তারা সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করেছে। বিবিসি।

নাগোর্নো-কারাবাখে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত।  জাতিগত আর্মেনিয়ান এই ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

আজারবাইজানের ১১ জন পুলিশ ও বেসামরিক নাগরিক মাইন বিস্ফোরণ ও আরেক ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বেজেছে বলে খবর পাওয়া গেছে।

বিচ্ছিন্ন অঞ্চলের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আজারবাইজানি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র-কামানের মাধ্যমে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। কারাবাখের আরেক প্রতিনিধি বড় আকারের সামরিক আক্রমণের কথা জানিয়েছেন।  

দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ নিয়ে দুবার যুদ্ধে জড়িয়েছে। প্রথমবার ১৯৯০ দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে, দ্বিতীয়বার ২০২০ সালে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।