ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!

ব্যস্তময় জীবনে ঝটপট বানিয়ে ক্ষুধা নিবারণের অন্যতম উপকরণ স্যান্ডউইচ। খেতেও সুস্বাদু।

 দুই টুকরা পাউরুটির মাঝে ডিম, মাংস, শসা, টমেটো, সস পুরে দিলেই হয়ে যায় এই খাবারটি।

সব মিলিয়েই আধুনিক জীবনের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে স্যান্ডউইচ অন্যতম। আর সেই স্যান্ডউইচ বানাতে যদি খরচ হয় ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড তথা বাংলাদেশি মুদ্রায় ৯৫ লাখ ২২ হাজার ৭৭৩ টাকা! তবে কেমন হবে বিষয়টি?

অবশ্যই বিস্মিত হতে হবে অনেককে। আর ঘটনাটি জানলে বিস্ময় কেটে না গিয়ে বরং বাড়বেই।  

কারণ, ওই স্যান্ডউইচ বানানো হয়েছিল পাউরুটির বদলে যদি অর্থ দিয়ে।

স্কাই নিউজের এক প্রতিবেদনে প্রকাশ, গত ২৭ জুলাই ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরের হারউইচে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল রুর‍াল এনগেজমেন্ট টিম (আরইটি)।

এ সময় তল্লাশি এড়াতে যেতে এক চালককে ভুল পথে গাড়ি নিয়ে ছুটতে দেখেন তারা। পুলিশ গাড়িটি আটকে ভেতরে তল্লাশি চালায়। একটি ব্যাগের ভেতর একটি বড় সাইজের স্যান্ডউইচ পান তারা। এ ছাড়া সন্দেহজনক আর কিছুই ছিল না গাড়িতে।  

মামুলি এক স্যান্ডউইচ নিয়ে তবে কেন পুলিশ দেখে পালাতে চেয়েছিলেন চালক?

সেই স্যান্ডউইচ হাতে নিয়ে ফয়েল পেপার খুলে দেখে পুলিশ সদস্যদের চোখ ছানাবড়া। আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়, সেখানে রয়েছে নগদ ৭০ হাজার পাউন্ড।  

এরপরই গাড়িচালক ২৮ বছর বয়সী মারিয়াস রাকজিনস্কিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গত ৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করলে অবৈধ অর্থ বহনের দায়ে তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ