ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ১০

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি গির্জার ছাদ ধসে তিন শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়,সিউদাদ মাদেরো শহরে সান্তা ক্রুজ নামে ওই গির্জায় খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের মতো অংশ নিয়েছিলেন। তখনই ছাদ ধসে দুর্ঘটনা ঘটে।

গির্জাটির ছাদ ধসে অন্তত ৬০ জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের ভেতরে কয়েক ডজন লোক আটকা পড়েছেন।  

স্থানীয় বাসিন্দারা বেলচা ও পিক্যাক্স নিয়ে ভবনে ছুটে এসে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন। অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে পৌঁছেছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য দুটি ক্রেন ঘটনাস্থলে রয়েছে।

তামাউলিপাস প্রদেশের গভর্নর বলেন, ধ্বংসস্তূপের নিচে কেউ যেন না থাকে, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করছেন।

কী কারণে ছাদ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে সিউদাদ মাদেরোর মেয়র বলেন, এটি সম্ভবত কাঠামো ভেঙে ঘটেছে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।