ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় পার্কে ভাল্লুকের আক্রমণে দম্পতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
কানাডায় পার্কে ভাল্লুকের আক্রমণে দম্পতি নিহত

কানাডার ব্যানফ ন্যাশনাল পার্কে দুইজনকে হত্যা করেছে একটি হিংস্র ভাল্লুক। রোববার এ তথ্য জানান ওই পার্কের কর্মকর্তারা।

তারা জানান, শুক্রবার সন্ধ্যায় ভাল্লুকের আক্রমণের রিপোর্ট করার জন্য ব্যবহৃত একটি জিপিএস সতর্কতা পাওয়ার পর তারা ঘটনাটি সম্পর্কে অবহিত হন। খবর পেয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল হেঁটে পার্কে পৌঁছে ২৪ ঘণ্টা পর দুইজনের মরদেহ করে।

কর্মকর্তারা বলেন, ভাল্লুকটি তখনও হিংস্র আচরণ করছিল। পরে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ভাল্লুকটিকে হত্যা করা হয়।

জুলাইয়ের পর এটি ছিল উত্তর আমেরিকায় দ্বিতীয় মারাত্মক ভাল্লুকের হামলা।

ওই পার্কের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার যখন ওই ভাল্লুকের আক্রমণের সংকেত পাওয়া যায়। তাৎক্ষণিক পার্কস কানাডা বন্যপ্রাণীর আক্রমণ থেকে ওই দুইজনকে রক্ষা করতে একটি দলকে ডেকে পাঠায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই দলটিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে পাঠানো সম্ভব হয়নি। পরে দলটি হেঁটে ঘটনাস্থলে পৌঁছায় রোববার।

পরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহায়তায় দুইজনের মরদেহ উদ্ধারের পর ৩০০ কিলোমিটার দূরে আলবার্টার সুন্দ্রে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তারা নিহত দুইজনের পরিচয় শনাক্ত করতে পারেননি। তবে নিহতদের পরিবারের একজন সদস্য কানাডার সংবাদ মাধ্যমকে বলেছেন তারা দম্পতি ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, দম্পতির কুকুরটিকেও ভাল্লুক হত্যা করেছে।

সূত্র: বিবিসি 

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।