ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৩২

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের দিকে রকেট ছোড়ার দাবি করেছে হামাস। এতে ইসরায়েলের অনেক বাড়ি-ঘর ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উড়তে দেখা যায়। এর কয়েক ঘণ্টা না যেতেই অবরুদ্ধ গাজায় কথিত সন্ত্রাস নির্মূলের নামে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে অনেক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর আসছে।

গাজার স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, প্রায় ২৩২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বিমান হামলায়। আহতের সংখ্যা ছাড়িয়ে ১ হাজার ৭৯০ জন। সূত্র: বিবিসি

গাজার স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ভালো না হওয়া সত্ত্বেও সংকটাপন্নদের সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

এদিকে ইসরায়েলি সরকার দাবি করেছে, হামাসের হামলায় তাদের ৪০ জন নাগরিক নিহত হয়েছেন। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, অন্তত ১০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।