ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে নিহত বেড়ে ১৪শ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
ইসরায়েলে নিহত বেড়ে ১৪শ ইসরায়েলে একটি বাড়িতে গাজা থেকে ছোড়া রকেট বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী আগুন নেভায়

হামাসের সঙ্গে সংঘাতে নিহতের নতুন সংখ্যা জানাল ইসরায়েল। রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত ইরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০।

বিবিসি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা ও বিমান হামলায় সেখা নিহত বেঁড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫০ জনে। আহত হয়েছেন অন্তত্য ৯ হাজার ২০০ জন। আল জাজিরা।

জাতিসংঘ বলছে, গাজায় সাত দিনে ১০ লাখের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকাটিতে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে।

ইসরায়েল গাজা সীমান্তে ট্যাংক ও বিভিন্ন যুদ্ধাস্ত্র এনে মোতায়েন করছে। সামরিক বাহিনী টানা বোমা হামলা চালিয়েছে।  

এদিকে, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় একজন নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লেবানন সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

হামাসের আল-কাশেম ব্রিগেডস বলছে, তারা লেবানন থেকে দুটি ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।