ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের স্থল অভিযানের হুমকিতে ভীত নই, প্রস্তুত: হামাস

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
ইসরায়েলের স্থল অভিযানের হুমকিতে ভীত নই, প্রস্তুত: হামাস গেটি ইমেজেস

হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডসের মুখপাত্র সোমবার বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযানের হুমকিতে আমরা ভীত নই। আমরা এর জন্য প্রস্তুত।

আল-কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিওবার্তায় এ কথা বলেন।

তিনি বলেন, তার গোষ্ঠী এবং অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো ২০০ থেকে ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে রেখেছে।  

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২২ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। ভিডিওটি হামাস-সংশ্লিষ্ট আল-আকসা চ্যানেলে প্রচারিত হয়।

ওবায়দা জানান, হামাসের কাছে ২০০ ইসরায়েলি জিম্মি রয়েছে। আর বাকি ৫০ জিম্মি অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে রয়েছে।

বিদেশি জিম্মির সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি। নিরাপত্তা শঙ্কায় তিনি এই তথ্য না দিলেও আশ্বাস দিয়েছেন, শর্তগুলো পূরণ হলেই বিদেশি জিম্মিদের মুক্ত করে দেওয়া হবে।

বিদেশি জিম্মিদের অতিথি উল্লেখ করে তাদের বন্দিত্বের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।  

ফিলিস্তিনি সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে গাজায় টানা বিমান হামলা চলছে।

দুই পক্ষে প্রাণ গেছে চার হাজারের বেশি মানুষের। অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। হামা-ইসরায়েলে সংঘাতের এই পরিস্থিতিতে বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: আনাদোলু, টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।