ফিলিস্তিনের গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলের হামলার প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ প্রদর্শন করেছে হিজবুল্লাহ গোষ্ঠী।
অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের পাশে দাঁড়ানো তাদের কর্তব্য হিসেবে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে।
হিজবুল্লাহ বারবার দাবি করছে গাজার পতন হবে না। এ বিষয়ে অবশ্য হিজবুল্লাহর কৌশলগত স্বার্থ রয়েছে। কারণ হিজবুল্লাহ এবং হামাস উভয়ই ইরান-সমর্থিত মিত্র শক্তির অংশ।
হিজবুল্লাহ গ্রুপের নেতারা বলেন, এটি একটি অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। তাদের দাবি ইসরায়েল থাকবে না।
এদিকে, হিজবুল্লাহ মঙ্গলবার গাজা শহরের একটি হাসপাতালে ধর্মঘটের নিন্দা ও প্রতিবাদ জানাতে শত শত বিক্ষোভকারী নিয়ে ফরাসী এবং মার্কিন দূতাবাসে জড়ো হয়েছিল।
ফিলিস্তিনের গাজা শহরের একটি হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাসের মিত্র হিজবুল্লাহ। তারা এটিকে একটি ‘গণহত্যা’ ও ‘নৃশংস অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। কিন্তু অপরদিকে ইসরায়েলের বাহিনী দাবি করছে গাজা-ভিত্তিক আরেকটি জঙ্গি গোষ্ঠী হাসপাতালে হামলা চালিয়েছে।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় ছিটমহলে বাস্তুচ্যুত লোকেরা যে হাসপাতালে আশ্রয় নিয়েছে সেখানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে।
সূত্র: আলজাজিরা
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
জেএইচ