ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৩ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৩ ড্রোন হামলা

সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ৩টি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরাক সীমান্ত লাগোয়া সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রে এ হামলা হয়।

তবে হামলায় কেউ হতাহত হয়নি।

তবে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করেছে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটেন-ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটির দাবি, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই দুটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সৈন্যরা। আর তৃতীয় ড্রোনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে ঘাঁটির কিছু ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও আবু লায়লা বলেছেন, ইরান-ভিত্তিক যোদ্ধারা এ হামলা চালিয়েছেন বলে মনে করা হচ্ছে; যারা পূর্ব সিরিয়া এবং পশ্চিম ইরাকে মোতায়েন রয়েছেন।  

প্রতিবেশী তিন দেশ সিরিয়া, জর্ডান এবং ইরাকের সীমান্ত রয়েছে পূর্ব সিরিয়ার তানফ এলাকায়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।