ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করল যুক্তরাষ্ট্র

অন্য দেশে অবস্থান করা নাগরিকদের জন্য ‘বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইসরায়েল-হামাস দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে।

রয়টার্স।

বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়া এবং আমেরিকানদের বিরুদ্ধে চরমপন্থীদের হামলা ও সহিংসতার শঙ্কা উল্লেখ করে সতর্কবার্তাটি জারি করা হয়।

তবে এই সতর্কবার্তায় এককভাবে বৈশ্বিক কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি। তবে সতর্কবার্তাটি ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান দ্বন্দ্বের মধ্যেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল।  

গেল ৭ অক্টোবর হামাস ইয়াসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেখানে কয়েক হাজার লোকের প্রাণ গেছে।  

গাজায় একটি হাসপাতালে হামলার নিন্দায় অধিকৃত পশ্চিম তীর, ইরান, জর্ডান, লেবানন ও তিউনিসিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের ওপর দোষ চাপিয়েছেন।  

তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আর যুক্তরাষ্ট্র বলছে, প্রাপ্ত উপাত্তে দেখা গেছে ইসরায়েল এই হামলায় জড়িত নয়।  

টিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে লেবানিজ নিরাপত্তাবাহিনী। পররাষ্ট্র দপ্তর চলতি সপ্তাহে মার্কিন নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্ক করেছিল।

যুক্তরাষ্ট্র শেষ এমন সতর্কতা জারি করেছিল ২০২২ সালে। কাবুলে আল–কায়েদার নেতা আয়মান আল–জাওয়াহিরিকে হত্যার পর সে বছরের আগস্টে যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছিল।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।