ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
গাজায় ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিনি নিহত খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবন

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৯১ জনে।

 আহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৭ জনে। মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।  

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস-শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেই হামলা এখনো চলছে। এর মধ্যেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা ও গ্রেপ্তার বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক সংঘাত শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে ৯৬ জনের। আর আহত হয়েছেন এক হাজার ৮২৮ জন। সেখানে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার ছাড়িয়ে গেছে।  

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০৫ জন। আর আহত হয়েছেন পাঁচ হাজার ৪৩১ জন। হামাসের হাতে দুই শতাধিক লোক জিম্মি রয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৪০টি চিকিৎসাকেন্দ্র কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

উত্তরাঞ্চলীয় গাজার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল ইন্দোনেশিয়ান হাসপাতাল বলছে, আইসিইউ ছাড়া তারা সব বিভাগ বন্ধ করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।