অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাসের কাছে থাকা ৫০ জিম্মি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ তথ্য জানায় আল জাজিরা।
বিবৃতিতে কাসাম ব্রিগেড বলছে, আমরা ধারণা করছি গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জন বন্দি নিহত হয়েছেন।
এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, হামাস গাজা উপত্যকায় অন্তত ২২৪ জনকে বন্দি বানিয়ে রেখেছে।
তার আগে ধরে নিয়ে যাওয়া কয়েক বন্দিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি দুই বৃদ্ধ নারীকে জিম্মি করে নিয়ে গিয়েছিল ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। তাদের পরে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে ওই দুই ইসরায়েলি নারী হামাসের প্রশংসাও করেন।
এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় আল–জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হন। সংবাদমাধ্যমটি বলছে, একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সাংবাদিক ওয়ায়েলের স্ত্রী-সন্তান নিহত হন।
তারা নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। বুধবার রাতে সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এমজে