ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার কম সময়ে গাজায় ২০০ জনকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
২৪ ঘণ্টার কম সময়ে গাজায় ২০০ জনকে হত্যা করলো ইসরায়েল

গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জাবালিয়ায় দখলদার সেনাদের দুই দফা হামলায় এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা। ৎ

এক বিবৃতির মাধ্যমে গাজা সরকার জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় ১৯৫ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ আছেন ১২০ জন। কমপক্ষে ৭৭৭ জন আহত হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, তারা হামাসের টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সও (আইডিএফ) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় চালানো হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে। মাটির নিচে থাকা হামাসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, হামলার ঘটনাটি ভয়াবহ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের কার্যালয় বলেছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহত বেসামরিক লোকের সংখ্যা একটি ‘অসমানুপাতিক’ আক্রমণের প্রতিনিধিত্ব করে। হামলার ঘটনাটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচিত হতে পারে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।